তুমিই আমার কবিতার শব্দ।

তুমিই আমার কবিতার শব্দ
T H Jihan


তুমি যে পথটিতে হাঁটো
সেই পথটিতে উড়ে যাওয়া ধুলোগুলো আমায় জানান দেয়,
তুমিই আমার কবিতার শব্দ।
তোমার পাশ ঘেঁষে উড়ে যাওয়া বাতাসের গতি
পিছু এসে আমার কানে মৃদু আওয়াজে বলে,
শুনছ,আমি তোমার কবিতা বলছি।
অতঃপর আমি বলি,তুমিই আমার কবিতার শব্দ।

কখনো কাছ থেকে তোমায় দেখিনি,
কখনো হাত ধরে পাশ হয়ে হাঁটিনি,
দূর থেকে তোমার হেঁটে চলা কিংবা অদৃশ্যে তোমার সাথে চলা প্রতিটা সময় প্রতিটা আহবানে
কোন এক অদৃশ্য কন্ঠ বলে উঠে,
হ্যাঁ,তুমিই আমার কবিতার শব্দ।

তুমি এতটা চঞ্চল বা এতটা নিরব নও
তুমি এতটা দূর্লভ বা এতটা ক্ষীণ নও
আমি তোমার ঐ হেঁটে চলা দু-একটি ক্ষণ
আড়াল থেকে দেখে বুধগম্য হয়েছি
আমার কবিতার শব্দরা তোমার ভিতর ই জন্মায়।
আর আমাকে জানান দেয়,
তুমিই আমার কবিতার শব্দ।

No comments

Powered by Blogger.