স্বদেশকে সাজানোর প্রতিজ্ঞায় ভুলে যাই চল বিদ্বেষ।

নেই কোলাহল,নেই চলাচল,নেই কোন গোলযোগ
দেখ নিরবতা,ভাব বসে একা,হারালো কোথায় সুখ?
নেই কোন ক্লান্তি,নেই কোন শান্তি,অসুখে ভুগছে চারিদিক
 এই থমকে যাওয়া,অবিশুদ্ধ হাওয়া, হবে কবে স্বাভাবিক?
প্রিয়জনের দেখা,রয়ে গেছে অদেখা,নিজেকে লাগে ভবঘুরে
মুঠোফোনে আলাপন, নেই সাক্ষাৎকথন,কবে তারা আসবে ফিরে?
 খেলাধুলার মাঠ, শূন্য বাজার ঘাট,থেমে গেছে শিক্ষার স্তম্ভ
পার্কে নেই ডেটিং,থেমে গেছে শুটিং,তবুও কি কর তুমি দম্ভ?
সাগরের জলরাশি, পাখিদের হাসাহাসি,প্রকৃতির শুদ্ধি অভিযান
সৃষ্টি সবি তারি,আমরা শুধুই ফাঁকি,আরো কি চাও প্রমাণ?
চল ফিরে যাই,নিজেকে গুছাই,হাঁটি সরল পথে
চুরি বাটপারি,দিয়ে তারে আড়ি,হাত রাখি এক হাতে।
সাজাবো স্বদেশ,ভুলে যাব বিদ্বেষ,এই হোক অঙ্গীকার
সবাই খুঁজে পাক,স্বাধীনতার স্বাদ,কাটুক এই ঘোর আঁধার।

জিহান।
প্রকাশকাল: ১৭ মে ২০২০,সকাল ১১টা।     

No comments

Powered by Blogger.